টাকা বাচাতে গিয়ে ডাবল খরচে পড়বেন না?

আমি গার্মেন্টস নিয়ে মুলত বেশি লেখালেখি করি কারণ আমাকে এজন্যই লিখতে হয় যে এই বিষয়গুলো জানার আগ্রহ কারো থাকুক বা না থাকুক,তবে জানতে চেয়েছিলেন যারা আজকের বিষয় শুধু তাদেরকে উৎস্বর্গ করেই লেখা।
আপনি জেনে নেওয়ার পর অবশ্যই অন্যকেও সচেতন করুন। 
আপনি যদি কোন না কোন কারণ বসত হয়ে আপনার অফিসে এ্যাবসেন থাকেন,ধরা যাক আপনি অসুস্থ ছিলেন। এবং এ্যাবসেন ছিলেন প্রায় ১ থেকে ১৪ দিন। কথার কথা। মনে রাখবেন ? আপনার মেডিকেল ছুটি বছরে পাবেন ১৪ দিন। এখন আপনি যদি ১৪ দিনের কম বা বেশি এ্যাবসেন করে থাকেন, তবে আপনি ছুটি পাশ করাতে পারবেন। আবার যে ভুলগুলোর কারণে ছুটি পাশ হয় না সেগুলো আগে জেনে নিন? আপনি চাকুরী করেন কোন গার্মেন্টসে সেটা বড় বিষয় নয়,বিষয় হলঃ 
✌আপনি অসুস্থ হয়েছিলেন, অথছ আপনার অফিসের সেকশনের কেউ জানেনা। 
✌আবার ধরা যাক জানিয়েছেন বা ছুটি নিয়ে এসেছিলেন কিন্তু যেতে পারেননি ১৩ দিন কারণ বিছানায় ছিলেন। এখন ভুলগুলো দেখুন, ঔষধ খেয়েছেন বাসার পাশের ঔষধের দোকান থেকে। আবার এক্সেরে করছেন ছোট খাটো কোন ডায়াগনষ্টিক সেন্টার থেকে। আপনি মোটামুটি কাগজ শো করবেন বলে সব প্রিপারেশন শেষ করে দিয়ে ১৫ দিনের দিন যখন অফিসে যাবেন। যে সকল পেপারস চাওয়া হবে তা হল, আপনি যে সুস্থ তাহার ফিটনেস সার্টিফিকেট  এনেছেন? আপনি তো আসলেই আনেন নি। আপনার প্রেসক্রিপসন এনেছেন আপনি সেটা ও আনেননি। আপনি এনেছেন এক্সেরে কপি। এই রকম সমস্যার ফেস হওয়ার পর আপনাকে সময় দিলো  ফিটনেস সার্টিফিকেট  আনতে আপনি করলেন কি ,কম দামে একটা ফিটনেস সার্টিফিকেট বানালেন বুয়া সিল আর বুয়া বা লিগ্যাল যেটাই হোক দাম নিল ২০০ টাকা। পরের দিন আবার অফিসে ডাঃ  রুমে, ডাঃ বলছে কি ব্যাপার আপনি এক্সরে করলেন মর্ডান ডায়গনষ্টিক সেন্টারে আর ফিটনেস সার্টিফিকেট দিচ্ছেন তারেক মেডিকাল হল? বলুন হবে?  হবেনা? আবার সময় দেওয়া হল ফিটনেস সার্টিফিকেট  আনার জন্য। এখন আনবেন কোথা থেকে ঐ প্রথম যেখানে এক্সরে করিয়েছিলেন সেই মর্ডান ডায়াগনস্টিক থেকেই আনতে হবে তবেই প্রমান হল আপনি ওখানে চিকিৎসা করিয়েছিলেন এবং ডাক্তার  দেখিয়ে ছিলেন এবং সে ডাঃ প্রেসক্রিপশনে বিশ্রাম যেন উল্লেখ থাকে, এবং সেই ডাঃ যেন আপনাকে একটা সুস্থ মানুষ হিসাবে কিছু বর্ননা লিখে দেয় তবেই হবে ছুটি পাশ।
তাই যেখানে চিকিৎসা নিবেন সেই ডাঃ কাছে থেকে সব বুঝে নিবেন এক বিজিটে।
ভাল লাগলে শেয়ার করুন যেন না জানা মানুষগুলো ২০০ টাকা বা ৩০০ টাকা অপচয় নষ্ট না করে শুধু আপনার শেয়ারেই তাহা সম্ভব।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ