জেনে নিন মোবাইল রেডিয়েশন কি?

রেডিয়েশন একটি ইংরেজি শব্দ,যার বাংলা অর্থ হলোঃ তেজস্কিয়া রশ্মি, অর্থাৎ উচ্চ খমতা । এক প্রকার তরিৎ চুম্বকীয় বিস্তৃত শক্তি বা পাওয়ার। যেমন আকাশে চমকানো বিদ্যুৎ।  যখন কোন ব্যাক্তি মোবাইলে কথা বলে,তখন এক মোবাইল থেকে অন্য মোবাইলে কল অথবা বার্তা একটি শক্তি দ্বারা আসা যাওয়া শক্তির নামকেই (Radiation) বলে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ