গার্মেন্টসের সহজ কিছু প্রশ্ন উওরগুলো জেনে নিন।

👏পকেট লোকেশন বলতে কি বোঝায়ঃ
উওরঃ সোল্ডার পয়েন্ট হইতে বক্সপ্লেট হইতে যে দুরত্ব পকেট লাগানো হয় উহার মাপকে পকেট লোকেশন বলে ।

👏 সোল্ডার পকেট হইতে পকেটের দুরত্ব কত?
উওরঃসোল্ডার পকেট হইতে পকেটের দুরত্ব ২১ হইতে ২৩ সি  এম ।

👌 বাটনের ছিদ্রকে  মানে বোতামের ছিদ্রকে কি বল?
উওরঃ বাটনের ছিদ্রকে বাটন। আই বলে!

👏রিপ কাহাকে বলে?
উওরঃজ্যাকেটের ওয়েষ্ট এর দুই মাথায় আলাদা কাপড়। দিয়ে স্কয়ার ধরনের করা হয় তাহাকে রিপ বলে !

👏ব্যাক ষ্টীজ কাহাকে বলে?
উওরঃ ব্যাক অর্থ পিছনে ষ্টীজ অর্থ সেলাই! সেলাই সামনে থেকে হঠাৎ পিছনে নিয়ে পুনরায় যে সামনের দিকে আবার সেলাই নেওয়া হয় তাহাকে ব্যাক ষ্টীজ বলে!

👏কলার স্পেরেড কাহাকে বলে?
উওরঃবাটন লাগানোর পর কলারের মাঝে যে দুরত্ব থাকে তাহাকে কলার স্পেরেড বলে । 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ